আগ্নেয়াস্ত্র বিক্রির অভিযোগ গ্রেফতার বগটুই-এর যুবক

আগ্নেয়াস্ত্র বিক্রির অভিযোগ, গ্রেফতার বগটুই-এর যুবক

ফের খবরের শিরোনামে বীরভূমের বগটুই। এবার অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল রামপুরহাট থানার পুলিশ। ধৃত যুবকের নাম রাকিবুল সেখ। বগটুই পশ্চিম পাড়ার বাসিন্দা হলেও আদপে সে থাকতো রামপুরহাট পৌরসভা এলাকার ৪ নং ওয়ার্ডে অর্থ্যাৎ কসাইপাড়ায়। ধৃতের বিরুদ্ধে আগ্নেয়স্ত্র বিক্রি এবং রাখার অভিযোগে মামলা রুজু করেছে রামপুরহাট থানার পুলিশ। আজ তাকে রামপুরহাট আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

ঘটনাক্রম জানা যাচ্ছে, গতকাল গোপন সূত্রে খবর পেয়ে মাড়্গ্রাম- রামপুরহাট রাস্তা সংলগ্ন গ্যাস গোডাউনের কাছে একজন যুবককে আটক করে রামপুরহাট থানার পুলিশ। রাকিবুল সেখ নামে ঐ যুবক সেই সময় একটি ওয়ান সার্টার পিস্তল বিক্রি করছিল অন্য একজনকে। ঠিক সেই সময় ঘটনাস্থলে পৌঁচ্ছায় রামপুরহাট থানার পুলিশ। হাতেনাতে ধরে ফেলে ঐ যুবককে। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে আরও সুত্র খুঁজে বের করতে চাইছে পুলিশ।

তবে বগটুই যেন রয়েছে বগটুই-য়েই। দুষ্কৃতিমূলক কাজকর্ম থেকে নৃশংস হত্যালীলা, যা নিয়ে কিছুদিন আগেই তোলপাড় ছিল রাজ্য রাজনীতি থেকে গোটা দেশ। তবুও বগটুই-এ কমছে দুষ্কৃতি দৌরাত্ম। যদিও পুলিশের পক্ষ থেকে গোটা বগটুই এলাকা এখনও পর্যন্ত নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে।

আরো পড়ুন