ফের বোমা উদ্ধার মাড়গ্রামে, ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর।

ফের বোমা উদ্ধার মাড়গ্রামে, ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর।

দিন কয়েকের ব্যবধানে ফের বোমা উদ্ধার হল বীরভূমে। উদ্ধারস্থল আবারও সেই মাড়গ্রাম। তবে কারা বোমা মজুত করে রেখেছিল? সেনিয়ে তদন্তে নেমেছে মাড়গ্রাম থানার পুলিস।

মাস দুয়েক আগে ঘটে যাওয়া রামপুরহাটের বগটুই কাণ্ডের বিভীষিকা আজও বর্তমান। তবে তা নিয়ে এখনও তদন্ত করে চলেছে সিবিআই। তবে সেদিন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি বগটুই সফরে এসে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওই দিন বগটুই-এর মাটিতে দাঁড়িয়ে অভিযোগ করেন জেলাতে প্রচুর অস্ত্র লুকিয়ে রাখা রয়েছে। রয়েছে বোমাও। সব খুঁজে বার করতে হবে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর বীরভূম সহ রাজ্যে নানা প্রান্ত থেকে রাতারাতি উদ্ধার হয় বোমা সহ বিপুল পরিমাণে আগ্নেয়স্ত্র।

এদিন মাড়গ্রাম থানা এলাকা মাহিপাড়া থেকে গোপনসুত্রে খবর পেয়ে আবারও এক বাক্স বোম উদ্ধার করে মারগ্রাম থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশমত দীর্ঘ দুইমাস ধরে মারগ্রাম থানার পুলিশ আধিকারিক এর তৎপরতায় সাথে বোমা পিস্তল সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে। থানা সুত্রে খবর, বিশেষ নজরদারি চলানো হচ্ছে স্পর্শকাতর এলাকাগুলিতে। সেইমত এদিন মাহিপারা সংলগ্ন একটি পুকুর জল থেকে বাক্সে ভরা বোমা গুলি উদ্ধারের ঘটনায় ইত্যিমধ্যেই তদন্ত শুরু করেছে মারগ্রাম থানা পুলিশ।

অন্যদিকে বগটুই গ্রামে থেকে খুব বেশি দুরত্বে নয় মাড়গ্রাম। এর আগেও মাড়গ্রামে রামপুরহাট-বিষ্ণুপুর রাজ্য সড়কে ধারে একটি নির্মীয়মাণ বাড়ি পিছনে চৌবাচ্চায় ৪ ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ড্রামগুলি খড় দিয়ে চাপা দেওয়া ছিল। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় থানায়। প্রতিটি ড্রামেই ছিল বোমা! পুলিস ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি উদ্ধার করে।

বীরভূমের বিভিন্ন জায়গায় বোমা উদ্ধারের প্রায়াস পুলিশের সাফল্য বলে মনে হলেও
প্রায়শই বোমা উদ্ধার নিয়ে বিরোধীদের কটাক্ষ, রাজ্য বোমা বারুদ ভরে গিয়েছে। আর পুলিশ প্রশাসনিক ভাবে কাজ করছে না। যা কাজ হচ্ছে সব দলীয় নির্দেশে। নিত্যদিন মাড়গ্রামে বোমা উদ্ধারের ঘটনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। তাদের প্রশ্ন, “বোমা উদ্ধারের পরও কিভাবে এলাকায় এত বোমা পাওয়া যাচ্ছে? এত বোমা কাদের বা কার মদতে এলাকায় তৈরি হচ্ছে।”

আরো পড়ুন