অক্সিজেন সংকট মেটাতে গো গ্রীন কর্মসূচি গ্রহণ করল HDFC ব্যাংক

অক্সিজেন সংকট মেটাতে গো গ্রীন কর্মসূচি গ্রহণ করল HDFC ব্যাংক

প্রীতম দাস রামপুরহাট:-

বর্তমান করোনাকালে সবথেকে চাহিদা বেড়েছে তা হল অক্সিজেন। দেশের সর্বত্র করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন অক্সিজেনের অভাবে হাজার হাজার মানুষকে প্রাণ হারাতে লক্ষ্য করা গিয়েছে। তবে এই অক্সিজেনের অভাবে প্রাণহানির ঘটনা ঘটলেও, অক্সিজেন এর গুরুত্ব কতটা তা জানান দিলেও মানুষ এখনো নির্বিকার। শিল্প এবং অন্যান্য চাহিদার জন্য অবিচারে চলছে গাছ কেটে দেওয়া। তবে রামপুরহাটের এইচডিএফসি ব্যাংক এই সংকটময় কালে গো গ্রীন প্রকল্প গ্রহণ করল।

শনিবার তারা রামপুরহাটের মেডিকেল কলেজ চত্বরে গাছ লাগানো অর্থাৎ বৃক্ষরোপণ এর মধ্য দিয়েই প্রকল্প চালায়। পাশাপাশি তারা এ দিন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সংবর্ধনা জানান। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদীপ্ত সাহা, অভিষেক সিনহা, অভেদানন্দ মুখার্জি, সুমন সরকার, চন্দন লাহা ও মিষ্টি কুন্ডু। অন্যদিকে মেডিকেল কলেজের তরফে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ প্রিন্সিপাল কাবেরী বড়াল, একাউন্টেন্ট জ্যোতির্ময় ব্যানার্জি এবং ডেপুটি সুপার সুস্মিতা ভট্টাচার্য।

আরো পড়ুন