অনুব্রর্ত মন্ডলের গড়ে তৃণমূল কর্মীদের গোষ্ঠী কোন্দলের জেরে গ্রামে বোমাবাজি

অনুব্রর্ত মন্ডলের গড়ে তৃণমূল কর্মীদের গোষ্ঠী কোন্দলের জেরে গ্রামে বোমাবাজি

গ্রাম দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজিতে উত্তপ্ত পাড়ুই থানার কেন্দ্রডাঙ্গাল গ্রাম৷ গ্রামের রাস্তায় চলে ব্যাপক বোমাবাজি, বাইক ভাঙচুর, মারধর। আদি তৃণমূলের সঙ্গে সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নেতা-কর্মীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাড়ুই থানার পুলিশ। পুলিশের সামনেও গ্রামের মাঠে চলে বোমাবাজি। গ্রামে উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল।

পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের কাজের দখলদারি কার হাতে থাকবে। এই নিয়ে পাড়ুই থানার কেন্দ্রডাঙ্গাল গ্রামে শুরু হয় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বোমাবাজি৷ গ্রামের রাস্তায় চলে বোমাবাজি। একটি বাইকও ভাঙচুর করা হয়৷ এক ব্যক্তিকে মারধর করা হয়৷ জানা গিয়েছে, গ্রামের তৃণমূল সভাপতি রবিউল শেখের গোষ্ঠীর সঙ্গে হানিফ শেখের গোষ্ঠীর মধ্যে চলে বোমাবাজি। খবর পাড়ুই থানার পুলিশ আসে ঘটনাস্থলে। গ্রামে উত্তেজনা থাকায় পুলিশি টহল চলেছে।
পুলিশের সামনে গ্রামের মাঠ চলে বোমাবাজি। ঘটনায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা৷

গ্রামের মহিলারা বলেন, “দুই দলই তৃণমূলের। ব্যাগ ভর্তি বোমা নিয়ে ছুটছিল। গ্রামে বোমাবাজি করে, মারধর করে৷ পঞ্চায়ের কাজ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা।”

আরো পড়ুন