আগ্নেয়াস্ত্র সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করলো রামপুরহাট থানার পুলিশ

প্রীতম দাস রামপুরহাট:-

ফের দেশি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি সহ এক যুবককে গ্রেফতার করল রামপুরহাট থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম উজ্জ্বল শেখ।
বাড়ি রামপুরহাট থানার বগটুই মোড়ে ।ধৃতকে আজ বুধবার আদালতে তোলা হয়েছে । তাকে হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে পুলিশ ।কোথা থেকে ধৃত যুবককের কাছে আগ্নেয়াস্ত্র এলো এবং ঠিক কী উদ্দেশ্যে সে ওই আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড গুলি নিয়ে ওই চত্বরে ঘোরাফেরা করছিল, এসব বিষয় তাকে জেরা করে জানতে চাইছে পুলিশ ।তাকে কেউ বা কারা ওই এলাকায় পাঠিয়েছিল কিনা, তাও তদন্তে নেমে জানতে চাইছে বীরভূম জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ৯টা নাগাদ রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের কাছে টহলদারি চালাচ্ছিল একটি পুলিশ ভ্যান সেই সময় ওই এলাকায় ধৃত যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন কর্তব্যরত আধিকারিকরা। তাকে ডেকে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করেন তাঁরা তার কথাই অসঙ্গতি ধরা পড়ায় তৎক্ষণাৎ তাকে আটক করে পুলিশ। এরপর তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি আগ্নেয়াস্ত্র সহ ১ রাউন্ড গুলি। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়

ধৃতকে এদিন রামপুরহাট আদালতে তোলা হয়েছে ৷ সেখানে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় পুলিশের তরফে৷ তবে কী কারণে সে ওই সময় হাসপাতাল চত্তর এলাকায় দেশি আগ্নেয়াস্ত্র সহ ঘোরাঘুরি করছিল, সে বিষয়ে অবশ্য সদুত্তর মেলেনি৷ তার কী পরিকল্পনা ছিল, তাকে পুলিশ হেফাজতে নিয়েই গোটা ঘটনা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। তবে কেন কী উদ্দেশ্যে ওই যুবক মধ্যরাতে ওই চত্বরে ঘোরাফেরা করছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ ধৃতের কাছে আগ্নেয়াস্ত্র এলই বা কোথা থেকে, এর পিছনে কোনও মাথা আছে কিনা তাও জানতে চাইছে তারা৷ এমনকি এটি কাউকে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল নাকি কাউকে খুন জন্য আনা হয়েছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷

আরো পড়ুন