আলিয়া বিশ্ববিদ্যালয়ে রাজ্য সরকারের ভূমিকার পর সাহায্য প্রার্থনা বিশ্বভারতীর

আলিয়া বিশ্ববিদ্যালয়ে রাজ্য সরকারের ভূমিকার পর সাহায্য প্রার্থনা বিশ্বভারতীর

সম্প্রতি আলিয়া বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশকে স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করতে লক্ষ্য করা গিয়েছে। এই স্বতঃস্ফূর্ত ভূমিকা হিসাবে উপাচার্যকে হেনস্তা করা ছাত্র নেতা গিয়াস উদ্দিন মন্ডল গ্রেপ্তার। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আশার আলো দেখার পাশাপাশি রাজ্য সরকারের থেকে সাহায্য প্রার্থনার আশা প্রকাশ।

আলিয়া বিশ্ববিদ্যালয় এবং সেই বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রনেতা গ্রেফতার হওয়ার পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ এমন সদর্থক ভূমিকা নেবে বলেই সোমবার একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে। সেই প্রেসবিজ্ঞপ্তিতে সাম্প্রতিককালে বিশ্বভারতীতে ঘটে যাওয়া ছাত্র আন্দোলন এবং পাঁচিল ভেঙে দেওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে। এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বভারতীকে বাঁচানোর জন্য রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

আরো পড়ুন