কেন্দ্রীয় সরকারের তিন কৃষি আইন প্রত্যাহার ঘোষিত হতেই জয়ের উচ্ছাস ও সভা

কেন্দ্রীয় সরকারের তিন কৃষি আইন প্রত্যাহার ঘোষিত হতেই জয়ের উচ্ছাস ও সভা

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম:- তিন কৃষি আইন কালা কানুনের প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠন সমগ্র দেশ ব্যাপী বিক্ষোভ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন,যাহা দিল্লির বুকে সেই আন্দোলন এখনো অব্যাহত।আন্দোলনের জেরে কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত কৃষি আইন প্রত্যাহার ঘোষিত হতেই জয়ের উচ্ছাস দেখা যায় বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে।অনুরূপ ভাবে আজ শুক্রবার “বাংলা সংস্কৃতি মঞ্চের”- বীরভূম শাখার উদ্যোগে মুরার‌ইয়ের সোনার বাংলা লজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনটি কৃষি আইন এর বিরুদ্ধে ভারতবর্ষের বিভিন্ন গণসংগঠন এক বছরের অধিক সময় ধরে আন্দোলন চালিয়ে গেছেন, এই আন্দোলনের জেরে অনেক মায়ের কোল খালি হয়েছে, শুধু ফ্যাসিস্ট কেন্দ্রীয় সরকারের অনমনীয় মনোভাবের জন্য। আন্দোলনের ক্ষেত্রে পিছিয়ে ছিল না বাংলা সংস্কৃতি মঞ্চ‌ও, গ্রাম বাংলার প্রতি কোনায় কোনায় সেই আন্দোলন সংগঠিত ভাবে গড়ে তুলেছিলেন, তাদের পাশাপাশি কৃষকদের মধ্যে ও আন্দোলনের জয়ের উচ্ছাস তথা স্বস্তির খবর । বাংলা সংস্কৃতি মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক সামিরুল ইসলাম বলেন, শুধু কৃষি আইন প্রত্যাহার নয় লোকসভাতে বিল পাস করতে হবে এবং এবার আমরা শ্রমকোড ও ৫০ কিলোমিটার বর্ডার ইস্যু নিয়ে আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না কেন্দ্র সরকার এক্ষেত্রেও পিছু হটছে। এদিন সভার শুরুতেই ৭৫০ জন শহীদ বীর কৃষকদের আত্মার শান্তি কামনা করে নীরবতা পালন করা হয় এবং সভার শেষে আন্দোলনের জয়ের আনন্দে পারস্পরিক সকলকেই মিষ্টি মুখ করানো হয়।বাংলা সংস্কৃতি মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক সমীরুল ইসলামের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি শ্রী রাজ কুমার ভুঁইমালী, সম্পাদক মহঃ রিপন, সুদীপ দাস, শিক্ষক মনিরুল ইসলাম, মুরার‌ই ব্লক নেতৃত্ব হিসেবে ছিলেন রকি মিয়া, মুক্তা সেখ, মেহবুব হক,ওলি সেখ প্রমুখ।

আরো পড়ুন