ছোটদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রমে

ছোটদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রমে

বিপিন পাল দুবরাজপুর :-

বর্তমান সময়ে অপরিহার্য হয়ে উঠেছে কম্পিউটার আর তার শিক্ষাটা যদি ছোটবেলা থেকেই শুরু হয়, তবে ভবিষ্যতে শক্ত হয় সে শিক্ষার ভিত। আর এই উদ্দেশ্যেই বীরভূমের দুবরাজপুর থানার বাণপ্রস্থ আশ্রমে শুরু হলো ছোটদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। আশ্রম অধ‍্যক্ষ প্রবীণ সন্ন্যাসী দুর্গেশ গিরির উদ্যোগে আয়োজিত “ফান্ ডট্ কম্ ” নামে এই প্রশিক্ষণ কেন্দ্রের গতকাল রবিবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় চন্দ্রপুর থানার ও সি কস্তুরী মুখোপাধ্যায়। হাজির ছিলেন জেলা পরিষদ সদস‍্যা রিয়াশ্রী দাস, ছড়াকার অম্বুজাক্ষ দে, সাংবাদিক সোমনাথ দে”সহ বিশিষ্টজনেরা।
এ প্রসঙ্গে দুর্গেশ গিরি জানান, বর্তমানে জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে কম্পিউটার। ছোটরা অনেক সময় আর্থিক কারণে অনেকেই বাইরে শিখতে যেতে পারে না। এখানে শিক্ষার পাশাপাশি অন্ লাইন্ রোজগারের সুযোগটাও জানতে পারবে।

আরো পড়ুন