জাল সোনার কয়েন বিক্রি চক্রে বীরভূমের গ্রেফতার তিনজন

জাল সোনার কয়েন বিক্রি চক্রে বীরভূমের গ্রেফতার তিনজন

জাল সোনার কয়েন বিক্রি চক্রে সোমবার বীরভূমের সাঁইথিয়া এলাকার তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল বোলপুর থানার পুলিশ। তাদের গ্রেফতার করার পাশাপাশি তাদের থেকে 350 টি এমন জাল সোনার কয়েন উদ্ধার করা হয়েছে। এছাড়াও উদ্ধার হয়েছে একটি আগ্নেয় অস্ত্র এবং দুটি গুলি। ধৃতদের আগামীকাল আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দুষ্কৃতীরা খিদিরপুরের দেবশ্রী প্রামাণিক নামে এক ব্যক্তিকে ফোন করে প্রলোভন দেন বাড়ি তৈরি করার সময় মাটির নিচ থেকে ৫০০ পিস সোনার কয়েন উদ্ধার হয়েছে। সেই সোনার কয়েনগুলি তারা বিক্রি করতে চান। অল্প মূল্যে সোনার কয়েন পাওয়ার লোভে ওই ব্যক্তি ৫০০০০ টাকা দিয়ে ৩০টি সোনার কয়েন নেন এবং বাকি 350 টি সোনার কয়েন সোমবার ডেলিভারি দেওয়ার কথা হয়। কিন্তু ইতিমধ্যেই ওই ব্যক্তি সোনার কয়েনগুলি পরীক্ষা করলে দেখা যায় সেগুলি প্রত্যেকটি নকল। এর পরেই তিনি থানায় অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে এই সকল দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়।

আরো পড়ুন