দত্তপুকুরে বোমা ফেটে মৃত ১৫ জনেরও বেশি, দাবি হুগলির বিজেপি সংসদ লকেটের

দত্তপুকুরে বোমা ফেটে মৃত ১৫ জনেরও বেশি, দাবি হুগলির বিজেপি সংসদ লকেটের

 

বারাসতের দত্তপুকুরে বোমা বিস্ফোরণের ঘটনায় ৬-৭ জন নয়, সেখানে মৃতের সংখ্যা ১৫ জনেরও বেশি। আজ বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের কাষ্ঠ গড়া গ্রামে বিজেপির জনসভার করা হয়েছিল। সেখানে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই দাবি করলেন হুগলির বিজেপি সংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়।

এদিন লকেট চট্টোপাধ্যায় দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ প্রসঙ্গে বলতে গিয়ে কটাক্ষের সুরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন লকেট চট্টোপাধ্য়ায় ৷ তিনি বলেন, “দত্তপুকুরে যে বিস্ফোরণ হয়েছে সেখানে কি ছোটোখাটো কোনও চন্দ্রযান তৈরির পরিকল্পনা চলছিল ? বোমা বিস্ফোরণে কতজন মারা গিয়েছেন কেউ জানে না। মনে হয় সেখানে বিজ্ঞানীরা ছিলেন। এমন বিস্ফোরণ হয়েছে সেখানে বারাসাত শহরই কেঁপে উঠেছে। ছয় মাসের শিশুর মৃত্যু হয়েছে।

আরো পড়ুন