বন্যা কবলিত এলাকা পরিদর্শনে দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা

বন্যা কবলিত এলাকা পরিদর্শনে দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা

শেখ ওলি মহম্মদ :-

তিনদিনের টানা বৃষ্টির জেরে বীরভূমের একাধিক জায়গায় তাণ্ডব চালিয়েছে এই নিম্নচাপ। এই নিম্নচাপের ফলে একাধিক ঘর বাড়ি, ব্রিজ, কালভার্ট ভেঙে পড়েছে। এমনকী অজয় নদীর ব্রিজের লোহার খাঁচাও ভেঙে জলের তোড়ে ভেসে গিয়েছে। পাশাপাশি বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের পলাশডাঙা, দেবিপুর, জোপলাইয়ে হিংলো নদীর পাড় ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর ধানগাছ, সব্জি, কলা বাগান প্রভৃতি। দুবরাজপুর ব্লক প্রশাসন তিনদিন ধরে সেই এলাকার মানুষদের খাবার ও থাকার ব্যবস্থা করেছে। তাই আজ ঐ বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করলেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা। তিনি স্থানীয় লোকজন ও চাষীদের ক্ষয়ক্ষতির কথা শোনেন। তিনি জানান, দেবিপুর থেকে চাপলা গ্রাম যাওয়ার একমাত্র রাস্তা ভেঙে পড়েছে। ফলে এলকাবাসীরা সমস্যায় পড়েছেন। তাঁদের যাতায়াতের জন্য রয়েছে শুধুমাত্র একটি নৌকা। তাও আবার ভাঙা। পাশাপাশি অনেক জ্মির ফসল নস্ট হোয়ে গিয়েছে। আমি ব্লক প্রশাসন ও উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি নিয়ে দেখছি।

আরো পড়ুন