বিশ্ব শৌচালয় দিবসকে সামনে রেখে দুদিনের কর্মসূচির শুভ সূচনা খয়রাশোলে

বিশ্ব শৌচালয় দিবসকে সামনে রেখে দুদিনের কর্মসূচির শুভ সূচনা খয়রাশোলে

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম:- আগামী কাল অর্থাৎ ১৯ শে নভেম্বর বিশ্ব শৌচালয় দিবস। সেই উপলক্ষে আজ ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্ট নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে একটি সচেতনতা মূলক পথনাটক ও ক্যুইজ এর আয়োজন করা হয় খয়রাশোল থানা সংলগ্ন পথের ধারে। উল্লেখ্য গত তিন বছর যাবৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আর্থিক সহায়তায় এবং খয়রাশোল ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এলাকায় এলাকায় পানীয় জল ও শৌচাগারের উপর কাজ চলছে উক্ত সংস্থার ব্যবস্থাপনায় যাহা আরো আগামী দুবছর কাজ চলবে হবে বলে সংস্থার পক্ষ থেকে জানা গেছে। ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্টের খয়রাশোল শাখার প্রোগ্রাম কো- অর্ডিনেটর বনশ্রী দাস এক সাক্ষাৎকারে জানান, আগামী কাল অর্থাৎ ১৯ নভেম্বর বিশ্ব শৌচালয় দিবস। সেই উপলক্ষে সংস্থার পক্ষ থেকে দুদিনের সচেতনতা মূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ পথনাটক ও ক্যুইজ এর মাধ্যমে শৌচালয় দিবস পালনের শুভ সূচনা ঘটে। এছাড়াও আগামী কাল খয়রাশোল ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ট্যাবলো সহযোগে পরিক্রমা করা হবে, এছাড়াও লোকপুর গ্রাম পঞ্চায়েতের কয়রাবুনি গ্রামের ওঙ্গনওয়াড়ী কেন্দ্রে বাচ্চাদের জন্য নির্মিত টয়লেট ব্লকের উদ্বোধন করা হবে।

আরো পড়ুন