বৃষ্টির জলে বিপর্যস্ত এলাকা পরিদর্শন তৃণমূল নেতৃত্বের

বৃষ্টির জলে বিপর্যস্ত এলাকা পরিদর্শন তৃণমূল নেতৃত্বের

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম:- গত বৃহস্পতিবার থেকে প্রাকৃতিক দুর্যোগে তথা অতি বৃষ্টির ফলে খয়রাশোল ব্লকের বহু এলাকা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় । আজ রবিবার খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক কাঞ্চন অধিকারী, দুবরাজপুর বিধানসভার উপদেষ্টা দেবব্রত সাহা, নাকরাকোন্দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ লুৎফর রহমান সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন । পাঁচরা অঞ্চলের শাল নদী ও হিংলো নদীর উপকূলবর্তী গ্রামগুলিতে বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন সরোজমিনে। অনুরূপভাবে নাকরাকোন্দা গ্রাম পঞ্চায়েতের অধীন নওপাড়া মোড়ে পাকা সেতুর উপর ফাটল দেখা দেওয়ায় সেটার উপর যান চলাচল বন্ধ করেই পাশে অস্থায়ী রাস্তা তৈরি করা হয় মাটির বান্ধ দিয়ে,সেপথ দিয়ে চলছিল যানবাহন।জল নিকাশি ব্যাবস্থা ঠিক না থাকায় সেখানেও অতিরিক্ত বৃষ্টির জল জমে প্রায় আড়াই শত বিঘা ধান রোয়া জমি ক্ষতিগ্রস্ত হয় বলে স্থানীয় চাষীদের অভিযোগ। এলাকা পরিদর্শন করার সাথে সাথে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের সংগে ও কথা বলেন এবং সর্বদা পাশে থাকার আশ্বাস দেন।

আরো পড়ুন