ভাইফোঁটা উপলক্ষে মানসিক ভারসাম্যহীন ও বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে পুলিশের ভাইফোঁটা

ভাইফোঁটা উপলক্ষে মানসিক ভারসাম্যহীন ও বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে পুলিশের ভাইফোঁটা

প্রীতম দাস :-

ভাইফোঁটা হল ভাই-বোনেদের কাছে অন্যতম একটি উৎসব। প্রতিবছর এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন তারা। তবে অনেকের ক্ষেত্রেই ভাই অথবা বোন না থাকার জন্য তারা এই আনন্দ থেকে বঞ্চিত হন। আবার অনেকেই মানসিক ভারসাম্যহীন অথবা বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ার দরুন একান্তে কাটাতে হয় এই দিনটিকে।

তবে এই বছর বীরভূম জেলা পুলিশের উদ্যোগে রামপুরহাট থানার পুলিশের ব্যবস্থাপনায় এইসকল ব্যক্তিদের নিয়ে বিশেষ ভাইফোঁটার আয়োজন করা হয়। রামপুরহাট থানার পুলিশের তরফ থেকে এটি একটি হোমে এইসকল ৭০ জন মানসিক ভারসাম্যহীন এবং বিশেষ চাহিদা সম্পন্ন দিয়ে নিয়ে ভাইফোঁটা করা হলো। পুলিশের থেকে এমন বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠান পেয়ে খুশি ঐসকল মানুষেরা। রামপুরহাট থানার পুলিশ এদিন ভাইফোঁটা দেওয়ার পাশাপাশি তাদের মিষ্টিমুখ করার ব্যবস্থাপনাও রেখেছিল।

আরো পড়ুন