ভোট-পরবর্তী হিংসায় নলহাটির বিজেপি নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার এক

ভোট-পরবর্তী হিংসায় নলহাটির বিজেপি নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার এক

একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর ভোট পরবর্তী হিংসা ছড়িয়ে পড়েছিল রাজ্য জুড়ে। সেই ভোট-পরবর্তী হিংসাই বীরভূমের একাধিক বিজেপি নেতা কর্মী খুন হয়েছিলেন। সেই ভাবেই খুন হয়েছিলেন বীরভূমের নলহাটি থানার অন্তর্গত বিজেপি নেতা মনোজ জয়সোয়াল। তার খুনের ঘটনায় তদন্ত শুরু করে সিবিআই

ভোট-পরবর্তী হিংসাই নলহাটির এই বিজেপি নেতা খুনের ঘটনায় নতুন করে গ্রেফতার এক ব্যক্তি। ধৃত ওই ব্যক্তির নাম ফারুক আলী ওরফে বাদল। ধৃত ব্যক্তির বাড়ি বীরভূমের নলহাটি পৌরসভার অন্তর্গত দুই নম্বর ওয়ার্ডের ছায়া পল্লীতে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে জানা গিয়েছে। তাকে ধরার জন্য সিবিআই এর তরফ থেকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানার ঘোষণা করা হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে গোপন সূত্রে খবর পেয়ে সিবিআই হানা দিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্ত ব্যক্তিকে শনিবার রামপুরহাট আদালতে তোলা হয়।

আরো পড়ুন