মাধ্যমিকের রেজাল্ট না দেওয়ার অভিযোগ মাধ্যমিক পরীক্ষার্থীকে

মাধ্যমিকের রেজাল্ট না দেওয়ার অভিযোগ মাধ্যমিক পরীক্ষার্থীকে

বীরভূমের নলহাটি হাই স্কুল ফর গার্লসের অনন্যা মণ্ডল নামে এক পরীক্ষার্থীকে রেজাল্ট না দেওয়ার অভিযোগ উঠল তার স্কুলের বিরুদ্ধে। ওই ছাত্রী অভিযোগ করেছেন, তিনি ওয়েবসাইটে যে নম্বর দেখেছেন সেই নম্বর অনুযায়ী তাকে মার্কশিট দেওয়া হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের দাবি ওই নম্বর পাওয়ার যোগ্যতা তার নেই। মাধ্যমিক পরীক্ষার ফলাফল বের হওয়ার কয়েক দিন পরেও ওই পরীক্ষার্থী এখনো মার্ক সিট পাননি। এর প্রতিবাদে আজ তিনি এবং তার পরিবারের সদস্যরা স্কুলের সামনে হাজির হয়েছেন। তাদের দাবি যতক্ষণ না ওয়েবসাইটে দেখতে পাওয়া নম্বর অনুযায়ী মাকসিট দেওয়া হচ্ছে ততক্ষণ তারা স্কুল ছাড়বেন না। প্রসঙ্গত মার্কশিট না পাওয়ার কারণে ওই পরীক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারছেন না।

আরো পড়ুন