রামপুরহাটে তৃণমূল সহ অন্যান্য দলে বিজেপিতে যোগ ১৫

রামপুরহাটে তৃণমূল সহ অন্যান্য দলে বিজেপিতে যোগ ১৫

এ যেন উলট-পুরাণ। বিধানসভা ভোটের পর রাজ্য রাজনীতিতে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে বিজেপি। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপিতে ভাঙন এখনও অব্যাহত রয়েছে। বাবুল থেকে অর্জুন এখন সবাই তারা তৃনমুলে ফিরে এসেছে।

তবে বিজেপিতে যখন দল ছাড়ার হিরিক, ঠিক তখনই উল্টো ছবি দেখা গেল বীরভূমের রামপুরহাটে। এদিন তৃণমূল কংগ্রেস ও এস ইউ সি আই থেকে বিজেপিতে যোগদান করলেন ১৫ জন কর্মী ও সমর্থক। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা।

বিজেপি সুত্রে খবর, সামনে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আবার মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে বিজেপি। তাই রাজ্যের জেলায় জেলায় চলছে সাংগঠনিক সভা থেকে পথসভার মত কর্মসূচি। সেরকমই
আজ রামপুরহাট বাসস্ট্যান্ড এলাকায় বিজেপির সংখ্যালঘু মোর্চার পথ সভা ছিল।
সেখানে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন জেলা সভাপতি ধ্রুব সাহা।

তবে বিজেপি সর্বভারতীয় দল। সেই দলে মাত্র ১৫ জনের যোগদান, এটা শুধু আশ্চর্যই নয়, লজ্জারও, বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরো পড়ুন