রুপুষপুর অঞ্চলের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান

রুপুষপুর অঞ্চলের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম:- মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে স্থানাধিকারী হিসেবে শহরের পাশাপাশি গ্রামীণ এলাকার পড়ুয়ারা ও টেক্কা দিয়ে চলেছে সমানভাবে।এবার সেই স্তর পেরিয়ে জয়েন্ট এন্ট্রান্স সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদে ও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করে। সেই সুবাদে এলাকাবাসী গর্বিত, যার পরিপ্রেক্ষিতে রুপুষপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে স্থানীয় অঞ্চলের সাত কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। মাধ্যমিকে অঞ্চলের মধ্যে যুগ্ম ভাবে স্থানাধিকারী রেখা সৌ ও রিমি ঘোষ, উচ্চ মাধ্যমিকে অঞ্চলের প্রথম স্থানাধিকারী তথা জিএন এম বিভাগে পল্লবী মন্ডল, ডায়ালোসিস টেকনিশিয়ান বিভাগে অতনু মন্ডল ও গোঁসাই দে, অপারেশন টেকনিশিয়ান স্বস্তিকা চ্যাটার্জী এবং এম বি বি এস তথা ডাক্তারি বিভাগে আলো মন্ডল রা সুযোগ পাওয়ার জন্য তাদের কে সংবর্ধনা দেওয়া হয়। এলাকায় সাত কৃতি ছাত্র ছাত্রীদের কে উপস্থিত অতিথিদের পাশাপাশি গ্রামবাসীরাও দোহাত তুলে আশীর্বাদ করেন এবং সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দেন। বিশেষ করে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য কর্মীদের ভূমিকা ছিল প্রথম সারির যোদ্ধা হিসেবে, সেই হিসেবে স্বাস্থ্য বিভাগে সুযোগ প্রাপ্তদের কাছ থেকে সমাজ তথা এলাকাবাসী ও উপকৃত হবে। উপস্থিত অতিথি বর্গের সম্মুখে রুপুষপুর গ্রামের ভূমিপুত্র তথা সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত একটি শিশু উদ্যান গড়ার প্রস্তাব দেন গ্রামবাসীদের পক্ষ থেকে পার্থপ্রতিম ব্যানার্জী।রুপুষপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর গঁড়াই এর চিন্তা ভাবনা তথা এরূপ অনুষ্ঠানের মাধ্যমে এলাকায় ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ বাড়াবে, যাহা প্রতি অঞ্চল ভিত্তিক এই রকম অনুষ্ঠানের আয়োজন করানোর জন্য আহ্বান জানান অতিথিবৃন্দ। এদিন উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের জেলা সম্পাদক সুদীপ্ত ঘোষ, জেলা যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি দেবব্রত সাহা, খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পান্ডে, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অসীমা ধীবর, প্রাক্তন সভাপতি শ্যামল গায়েন, ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী, তৃনমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সিউড়ি মহকুমা সভাপতি প্রদীপ মন্ডল, নাকড়াকোঁন্দা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শান্তি প্রসন্ন মুখার্জী, রুপুষপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর গঁড়াই সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। রুপুষপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বলরাম রায়, গণেন্দ্রনাথ মন্ডল, আনন্দ গোপাল মন্ডল, সন্তোষ নায়ক, সুকান্ত মন্ডল প্রমুখের চোখে মুখে উৎসাহ উদ্দীপনা ও আন্তরিকতা ছিল যথেষ্ট। আজকের অনুষ্ঠান সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান পার্থপ্রতিম ব্যানার্জী।

আরো পড়ুন