শিশু দিবসে লোকপুর থানার মানবিক মুখ

শিশু দিবসে লোকপুর থানার মানবিক মুখ

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম:- আজ ১৪ ই নভেম্বর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন যাহা শিশু দিবস হিসেবে ও পালিত হয়ে থাকে।দিনটি পালনের লক্ষ্যে সরকারি, বেসরকারি তথা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে যথাযথ ভাবে পালন করেন।জেলা পুলিশের উদ্যোগে সারাবছর ব্যাপী সামাজিক কর্মসূচি হিসেবে রক্তদান শিবির,চক্ষু চিকিৎসা শিবির,বস্ত্র বিতরণ ইত্যাদি ভাবে সহযোগিতার মাধ্যমে মানুষের একান্ত আপন হয়ে উঠেছেন।আর সেই ধারাবাহিকতার জেরে ব্যাক্তি বিশেষভাবে তার জীবিকার পথ সুগম করতে বড় ধরনের দায়িত্ব পালন করতে ও এগিয়ে আসতে দেখা গেছে পুলিশ কে।অনুরূপভাবে আজ লোকপুর থানার ওসি সন্তোষ ভকত পথ দূর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়া নাকড়াকোন্দা গ্রামের গোপাল বাগ্দীর জীবিকা সুনিশ্চিত করতে একটি ইরিক্সা প্রদান করেন।বিবরণে জানা যায় গোপাল বাগ্দী একদা থানার গাড়ি চালাতেন।বছর তিনেক আগে মোটরবাইক নিয়ে বাসের ধাক্কায় আহত হন হজরতপুর ব্রীজ সংলগ্ন বাঁকা রাস্তার উপর।খয়রাসোল থানার ওসি থাকাকালীন সন্তোষ ভকত সহ বিভিন্ন থানা,পুলিশ,ক্লাবের আর্থিক সহায়তায় ভেলোর পর্যন্ত যেতে হয় চিকিৎসার জন্য গোপাল বাগ্দীকে।সুস্থ হলেও পঙ্গু হয়ে যায়,হয়ে পড়ে কর্মহীন,বাড়িতে রয়েছে বয়স্ক মা সহ স্ত্রী ও কন্যা।চিকিৎসায় নিঃশ্ব হয়ে পড়ায় দৈনন্দিন সংসারে বাড়তে থাকে অভাব অনটন।এরি মধ্যে লোকপুর থানার ওসি তাঁর জীবিকা সুনিশ্চিত করতে তথা স্বাবলম্বী করে তুলতে তুলে দিলেন নতুন একটি ইরিক্সা।ফের একবার এলাকাবাসী দেখলেন পুলিশের মানবিক মুখ, দেখালেন লোকপুর থানার ওসি সন্তোষ ভকত।নাকড়াকোন্দা অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শ্রীমন্ত মুখার্জী বলেন লোকপুর থানার ওসি যে ভাবে একজন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে রুটি রোজগারের ব্যবস্থা করে দিলেন তা অকল্পনীয়। রবিবার সন্ধ্যায় লোকপুর থানায় ডেকে গোপাল বাগ্দীর হাতে ইরিক্সার চাবি তুলে দিলেন।

আরো পড়ুন