১২ ঘন্টার মধ্যে গৃহস্থের বাড়ি থেকে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করল রামপুরহাট থানার পুলিশ

১২ ঘন্টার মধ্যে গৃহস্থের বাড়ি থেকে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করল রামপুরহাট থানার পুলিশ

রামপুরহাটের লোটাস প্রেসের রাজবিহারী ঘোষাল নামে এক ব্যক্তি গতকাল অনুষ্ঠান বাড়ি থেকে ফিরে এসে দেখতে পান তার বাড়ির মূল দরজা ভাঙ্গা রয়েছে। ঘটনার পরেই তিনি হতভম্ব হয়ে ঘরের ভিতরে ঢুকে দেখতে পান তার ঘর থেকে নগদ টাকা সহ বেশ কিছু জিনিসপত্র চুরি হয়েছে। চুরি হওয়া জিনিস পত্রের মধ্যে রয়েছে দুটি গ্যাস সিলিন্ডার, কিছু বাসনপত্র, পাম্প ইত্যাদি। এই ঘটনার পরেই ওই ব্যক্তি রামপুরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

রামপুরহাট থানার পুলিশ ওই ব্যক্তির থেকে অভিযোগ পাওয়ার পরেই দ্রুত তদন্ত শুরু করে। তদন্তে নেমে মাত্র ১২ ঘন্টার মধ্যে রামপুরহাটের লেট পাড়া থেকে হারাধন মাল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার করার পাশাপাশি ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হলে ওই যুবক চুরির ঘটনা স্বীকার করেন। পুলিশ ১২ ঘণ্টার মধ্যে এই সাফল্য পাওয়ার পাশাপাশি চুরি যাওয়া জিনিস পত্রের মধ্যে একটি কাঁসার প্রদীপ দানি, কাঁসার প্রদীপ, পিতলের ছোট ঘটি, কাসার থালা ইত্যাদি আরও চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিকে বুধবার রামপুরহাট আদালতে তোলা হলে পুলিশ ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে চায়। আদালত পুলিশের আবেদন অনুযায়ী ধৃত ওই যুবককে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

আরো পড়ুন