SSC গ্রূপ D নিয়োগে দুর্নীতি! তদন্ত করবে CBI

SSC গ্রূপ D নিয়োগে দুর্নীতি! তদন্ত করবে CBI

নিজস্ব প্রতিবেদন : এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার কলকাতা হাইকোর্ট এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই মামলার হলফনামা জমা দেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ হলফনামা জমা দেওয়ার পরেই সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

হলফনামা জমা দেওয়ার পর হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর তদন্ত প্রয়োজন আছে বলে মনে করেন। আদালত চায়, এই নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা সিবিআই কমিটি গঠন করে তদন্ত করুক। এদিন আদালতের পক্ষ থেকে মধ্যশিক্ষা পর্ষদের কাছে ৫০০ জনের তালিকা নেওয়া হয়। পাশাপাশি কবে তারা নিয়োগ হয়েছেন তা জানাতে হবে বলে জানানো হয়েছে।

আদালতে এদিন এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি একের পর এক তিরস্কার করেন বোর্ড এবং কমিশনকে। বিচারপতি জানান, ব্যক্তিগতভাবে কোন রাজনৈতিক দলের সঙ্গে তার বিরোধিতা নেই। দুষ্কৃতীরা কখনো কোন রাজনৈতিক দলের হতে পারে না। দুষ্কৃতীদের চিহ্নিত করাটাই হলো মূল লক্ষ্য। এর পরেই তিনি এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন।

সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি বিচারপতি জানান, ভুয়ো সুপারিশপত্রগুলি খতিয়ে দেখার জন্য ডিআইজি পদমর্যাদা কোন আধিকারিককে নিয়ে তদন্ত কমিটি গঠন করতে হবে। এই মামলার পরিপ্রেক্ষিতে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে কলকাতা হাইকোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত, ২০১৬ সালে এই সকল গ্রুপ-ডি কর্মীদের নিয়োগ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের কাছে সুপারিশ করে রাজ্য সরকার। সুপারিশ অনুযায়ী ১৩০০০ গ্রুপ-ডি কর্মী নিয়োগ শুরু হয়। প্যানেল তৈরি করে পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ শুরু হয়। তবে ২০১৯ সালে এই প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও অজস্র গ্রুপ-ডি কর্মী নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন, অভিযোগ এমনটাই। এই নিয়োগের পরিপ্রেক্ষিতে ২৫ জনের ভুল ধরে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়।

আরো পড়ুন