খুলছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক, মানতে হবে এই সকল নিয়ম

খুলছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক, মানতে হবে এই সকল নিয়ম

নিজস্ব প্রতিবেদন : রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার থেকেই খুলে যাচ্ছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের জন্য খুলছে স্কুলের দরজা। তবে এই স্কুলের দরজা খোলার আগে এবং সময় বেশ কিছু নিয়মাবলী মানতে হবে।

স্কুল খোলার আগে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সম্পূর্ণ অবগত হতে হবে।

স্কুল খোলার আগে স্কুলের মধ্যে দূরত্ব বিধি মেনে পড়ুয়াদের বসানো, হাত ধোয়া সহ অন্যান্য কোভিড বিধি সম্পর্কে অবগত করার জন্য আগে একটি বৈঠক করতে হবে প্রধান শিক্ষককে।

স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সঠিকভাবে জীবাণুনাশকের ব্যবহারের পরিপ্রেক্ষিতে সাফাই কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে।

স্কুলের মিড ডে মিলের রান্না করার সময় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বেশ কিছু নিয়ম মানতে হবে। এই নিয়ম সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হবে। এই নিয়মের মধ্যে রয়েছে গ্লাভস পরা, মাথা ঢাকা দেওয়া টুপি, অ্যাপ্রন পরা, দূরত্ব বজায় রেখে রান্না করা ইত্যাদি।

অন্যদিকে স্কুল এবং বাড়িতে কিভাবে পড়ুয়াদের থাকতে হবে তার বিষয়ে একটি নির্দেশিকা পাঠানো হবে অভিভাবকদের। পড়ুয়াদের মাস্ক পরে স্কুলে আসতে হবে। এছাড়াও ওই নির্দেশিকায় উল্লেখ থাকবে পড়ুয়াদের নতুন করে পড়ার পদ্ধতি, নতুন নিয়ম, নতুন রুটিন ইত্যাদি।

স্কুলে কোন জরুরী পরিস্থিতি হলে পড়ুয়াদের বাড়ি পাঠানো হবে। যে কারণে একটি ফোন নম্বরের তালিকা তৈরি করবে স্কুল কর্তৃপক্ষ।

শৌচালয় থেকে শুরু করে স্কুলের খেলার মাঠ সব জায়গায় যেন ভিড় না জমে সেদিকে নজর রাখবে স্কুল কর্তৃপক্ষ।

যে সকল স্কুল কর্মীদের এখনো পর্যন্ত টিকা নেওয়া হয়নি তাদের অবিলম্বে তা সম্পূর্ণ করতে হবে।

এছাড়াও স্কুল চত্বরে সচেতনতামূলক পোস্টার লাগাতে হবে স্কুল কর্তৃপক্ষকে।

আরো পড়ুন