দুবরাজপুর পৌরসভার উদ্যোগে রক্তদান শিবির

দুবরাজপুর পৌরসভার উদ্যোগে রক্তদান শিবির

সেখ ওলি মহম্মদ দুবরাজপুর

জেলায় রক্তের সঙ্কট মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পৌর দপ্তরের নির্দেশে ও দুবরাজপুর পৌরসভার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় পৌরসভার সভাকক্ষে। এদিন পুরুষ ও মহিলা মিলে মোট ৬৫ জন রক্তদান করেন।

ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শিবিরের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে, দুবরাজপুর পৌরসভার এডমিনিস্ট্রেটর বোর্ডের সদস্য মির্জা সৌকত আলী, প্রাক্তন কাউন্সিলর সেখ নাজির উদ্দিন, বিপ্লব মাহাতা, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মানিক মুখার্জী, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ সহ অন্যান্যরা। এদিন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে জানান, পৌর দপ্তরের নির্দেশে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। স্থানীয় ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের চিঠি দিয়ে আমন্ত্রন জানিয়েছি। এখনও পর্যন্ত মোট ১০০ জনের নাম পেয়েছি। কিন্তু যাঁরা জেলা স্বাস্থ্য দপ্তর থেকে এসেছেন তাঁরা একদিনে ৬৫ জনের রক্ত নিতে পারবেন।

আরো পড়ুন