বিশ্ব শৌচালয় দিবস পালিত স্বেচ্ছাসেবী সংস্থার,লোকপুরে

বিশ্ব শৌচালয় দিবস পালিত স্বেচ্ছাসেবী সংস্থার,লোকপুরে

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম:- আজ ১৯ শে নভেম্বর বিশ্ব শৌচাগার দিবস । সেই উপলক্ষে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আর্থিক সহায়তায় এবং ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্ট খয়রাশোল শাখার সহযোগিতায় খয়রাশোল ব্লকের লোকপুর গ্রাম পঞ্চায়েতের কয়রাবুনি আদিবাসীপাড়া অঙ্গনওয়াড়ী কেন্দ্রে নবনির্মিত শৌচাগারের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান টুকুরানী মন্ডল, গ্রাম পঞ্চায়েত সদস্য কানাই বাদ্যকর, স্থানীয় অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কর্মী মালতী মারান্ডী, ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্টের খয়রাশোল শাখার প্রোজেক্ট কো অর্ডিনেটর বনশ্রী দাস,ক্যাপাসিটি বিল্ডিং অফিসার,প্রোজেক্ট ইঞ্জিনিয়ার,সাইড ইঞ্জিনিয়ার,সুপারভাইজার,হাইজিন এডুকেটর,সহ অন্যান্য কর্মীবৃন্দ এবং কয়রাবুনি আদিবাসী পাড়ার অধিবাসী বৃন্দ।উল্লেখ্য গতকাল থেকে বিশ্ব শৌচালয় দিবস পালনের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। গতকাল ছিল পথনাটক ও ক্যুইজ এবং আজ বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার সহযোগে সুসজ্জিত ট্যাবলো খয়রাশোল ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম পরিক্রমা করে।

আরো পড়ুন