লক্ষীর ভান্ডারের ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব নানুরে

লক্ষীর ভান্ডারের ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব নানুরে

লক্ষীর ভান্ডারের ফর্ম জমাকে কেন্দ্র করে বীরভূমের নানুরের পেঙ্গা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে বেশ কয়েকজন জন তৃণমূল কর্মী সমর্থক বোলপুর সিয়ান হাসপাতালে চিকিৎসাধীন। দুই পক্ষের মধ্যে এই লড়াই বাঁধে গতকাল রাতে এবং সেখানেই দু’পক্ষের হাতাহাতি আহত হন এইসব কর্মী-সমর্থকরা।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক পক্ষের দাবি, যারা আগে সিপিএম করত তারা এখন তৃণমূলে যোগ দিয়ে নিজেদের পরিচিতদের লক্ষীর ভান্ডারের ফরম দিয়ে আসছে। এলাকার নেতৃত্বে সাথে কোন রকম কথা না বলেই এই কাজ করছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ করতে গেলেই গতকাল রাতে লোহার রড , বাঁশ ইত্যাদি নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর চড়াও হয়। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্যপক্ষ পাল্টা দাবি তুলেছেন। মোটের ওপর দুই পক্ষের এই লড়াইয়ে বেশ কয়েকজন, কারোর মাথা ফাটা, পা ভাঙ্গা অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

আরো পড়ুন