অনুবতই ভরসা তৃণমূলের

“তিহার জেলে বসেই খেলা হবে” এমনই দেওয়াল লিখন দেখা মিলল বীরভূমের দুবরাজপুরে। পোস্টারকে ঘিরেই শুরু রাজনৈতিক তর্জা। তৃণমূলের দাবি, অনুব্রত মণ্ডল না থাকলেও জেলায় তার যে সংগঠন মজবুত সেটাই টের পাচ্ছে দেওয়ালে।

বীরভূম লোকসভা জুড়ে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে দেওয়াল লিখন করার কাজ চলছে জোর কদমে। দুবরাজপুরও তার বাইরে নয়। দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের হেতমপুর গ্রামে শতাব্দী রায়ের সমর্থনের দেখা গেল “তিহারে বসেই খেলা হবে” দেওয়াল লিখন। এমনিতেই অনুব্রত মণ্ডলের খেলা হবে স্লোগান রাজ্যের বুকে তৃণমূলের কর্মীদের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল বর্তমানে তিহারে জেলে বন্দি। আসন্ন লোকসভা নির্বাচনে কর্মীদের মনোবল বাড়াতে তাই হেতমপুর গ্রামে দেওয়াল লিখনে লেখা হয়েছে তিহারে বসেই খেলা হবে। তাতেই শুরু রাজনৈতিক চর্চা।

তবে তিহারবন্দি অনুব্রতর উপর বীরভূমের তৃণমূল কর্মীরা আজও যে আস্থা রেখেছেন সেটা দেওয়াল লিখনেই পরিস্কার। আর কর্মীরা আস্থা রাখবেন না বা কেন? যার মাথায় মুখ্যমন্ত্রীর হাত তাকে তো সেই আসনেই রাখতেই হবে।

আরো পড়ুন