জাতীয় সড়কের মেরামতিতে হাত লাগালো নলহাটি থানার পুলিশ

জাতীয় সড়কের মেরামতিতে হাত লাগালো নলহাটি থানার পুলিশ

প্রতিম মস্করা নলহাটি :-

বীরভূমের নলহাটি থেকে তেজহাটী পর্যন্ত ১৪ নম্বর জাতীয় সড়কের অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ। রাস্তার মাঝে রয়েছে বড় বড় গর্ত। এইসকল গর্তের কারণে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তে দেখা যাচ্ছে যানবাহন এবং পথচলতি মানুষদের। এই কথা মাথায় রেখে এবার সেই সকল গর্ত বুঝিয়ে দেওয়ার কাজে হাত লাগালেন নলহাটি থানার পুলিশ।

সোমবার সকাল থেকে নলহাটি থানার ওসি তপাই বিশ্বাস এর উদ্যোগে ওই জাতীয় সড়কের যে সকল জায়গায় গর্ত হয়ে রয়েছে সেগুলি মাটি, পাথর ইত্যাদি দিয়ে ভরাট করার কাজ করলেন নলহাটি থানার পুলিশ আব্দুল আলিম,বিভাস খামারু,ও প্রদীপ কুমার আচারিয়া।

পথ দুর্ঘটনা এড়াতে নলহাটি থানার পুলিশের এমন উদ্যোগে আপ্লুত এলাকার সাধারণ মানুষ।

প্রসঙ্গত, নলহাটি থানার অন্তর্গত এই জাতীয় সড়ক মেরামতের জন্য স্থানীয় বাসিন্দারা একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন। এমনকি একাধিক রাজনৈতিক দল ও সংগঠন বিক্ষোভে শামিল হয়েছে এই রাস্তা মেরামতের জন্য। তবে সে ক্ষেত্রে কোনরকম সুফলতা এখনো মেলেনি। সেই জায়গায় নলহাটি থানার পুলিশের এমন উদ্যোগ নজর কেড়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে।

আরো পড়ুন