ডুয়ার্স কলিং! আপনার পোস্টই সিঁদ কাটার কল

পুজোর ছুটিতে সপরিবারে বেড়াতে যাচ্ছেন, ভালো খবর। কিন্তু আনন্দের আতিশয্যে সেই খবর পাঁচ কান করার কোনও প্রয়োজন নেই। বাক্সপ্যাঁটরা বেঁধে সোশ্যাল মিডিয়ায় অফ টু গোয়া, কিংবা ডুয়ার্স কলিং লিখে প্রোফাইলে পোস্ট করাও আপনার জন্য বিপজ্জনক হতে পারে। ভ্রমণপ্রিয় বাঙালিকে এভাবেই সতর্ক করছেন সাইবার বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, ‘বাইরে ঘুরতে গিয়ে সেখানকার ছবি পোস্ট কিংবা লাইভ করাটাও বুদ্ধিমানের মতো কাজ নয়। কারণ, একদল সাইবার মাফিয়া বসে রয়েছে আপনার এই ভুলগুলির ফায়দা তুলতে।’

মনে হতেই পারে, নিজের খুশি অন্যদের সঙ্গে শেয়ার করায় সমস্যা হবে কেন? এই প্রশ্নেরও ব্যাখ্যা দিয়েছেন সাইবার বিশারদরা। তাঁদের যুক্তি, ‘আপনি পরিবারের সকলকে নিয়ে বেশ কিছুদিনের জন্য বাইরে থাকছেন, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে গেলে নিজেদের অস্ত্র প্রয়োগ করবে প্রতারকেরা। বিভিন্ন ভাবে সিঁদ কাটবে তারা।

সেটা কেমন? ধরা যাক, আপনি রাজ্যের কোনও পাহাড়ি এলাকা অথবা ভিন রাজ্যে রিল্যাক্স মুডে রয়েছেন। জমিয়ে ছুটি উপভোগ করছেন, সেই তথ্য জানিয়েও দিয়েছেন নিজের

স্ট্যাটাসে। আর সেখান থেকে আপনার ছবি নিয়ে সাইবার মাফিয়া ক্লোন করেছেন আপনার প্রোফাইল। ঘণ্টাখানেকের মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বন্ধু বানিয়ে নিয়েছেন অলরেডি আপনার বন্ধুবৃত্তে থাকা আরও কয়েকজনকে। এরপর দেরি না করে মেসেঞ্জারে তাঁদের পাঠিয়ে দিয়েছেন বার্তা, ‘বাইরে এসে সমস্যায় পড়েছি। কিছু টাকা প্রয়োজন। আপাতত হাজার পনেরো টাকা নীচে দেওয়া নম্বরে পেটিএম অথবা গুগল পে করে দিলে উপকার হয়। ফিরে গিয়ে দ্রুত টাকাটা
ফেরত দিয়ে দেব।’

এতেই হয়ে যাবে কাজ। দশ জনও যদি এই অনুরোধে সাড়া দেন, তা হলেই দেড় লক্ষ কামাতে খুব একটা পরিশ্রম করতে হবে না ঠগেদের। এটাই অবশ্য একমাত্র বিপদ নয়। কল স্পুফিং (কেউ অন্য নম্বর থেকে কল করলেও যেখানে আপনার নম্বর দেখাবে)-এর মাধ্যমে আপনার কোনও পরিচিতকে ফোন করে একই কায়দায় টাকা চাওয়া হতে পারে।

আরো পড়ুন